পহেলা ফাল্গুনে বসন্তের সমাগমে
লাল হলুদের সমারোহ চারপাশে।
এত আনন্দ হিল্লোলের মাঝে
এক শান্ত বিরহিণী শ্বেত পায়রা
উড়াল দিলো পূবের গাঁয়ে,
বর্ণহীন নিজেকে বেমানান ভেবে।


পূবের গাঁয়েও দেখে রঙের বন্যা,
এদিনে সারা দেশটাই রঙে ভাসে।
তার মাঝেও একটি পায়রার শুভ্রতা
সকলের দৃষ্টি কেড়ে নিলো।
সকলে শ্বেত পায়রার কথা শুনলো।
পায়রা নতুন শক্তির সন্ধান পেলো।


ঢাকা
পহেলা ফাল্গুন ১৪২৩
১৩ ফেব্রুয়ারী ২০১৬