বসন্ত এলেই অনেকের মন চঞ্চল হয়,
সব কিছুকেই তখন দৃষ্টিনন্দন মনে হয়।
গান গাইতে ইচ্ছে হয়, গল্প করতে ইচ্ছে হয়,
ভালোবাসতে ইচ্ছে হয়, পদ্য লিখতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয়, কারো সাথে ভাগাভাগি করে সজনে ডাল
আর করল্লা ভাজির মাখানো ভাত নিভৃতে বসে খেতে।  


বসন্তে আবার কারো কারো ব্যথাতুর মনে
বিষাদের বান ডাকে। চারিদিকে এত বর্ণের মাঝে
তারা কেবলই সাদাকালো রঙ দেখে। নয়তো কখনো
ধূসর ধূপছায়া। শুধু ঘুমোবার কালে তারা
গান শুনতে শুনতে রঙিন স্বপ্নের খোঁজে ঘুমিয়ে পড়ে।
আর কখনো মাঝরাতে জেগে ফুঁপিয়ে বালিশ ভেজায়।


ঢাকা  
১৭ ফেব্রুয়ারী ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।