তোমার কাঁচের নীল চুড়িটা
হঠাৎ ভেঙে পীচ ঢালা পথে পড়ে গেলো।
একটা ধাবমান গাড়ীর কালো টায়ার
সেটাকে পিষে পথের সাথে মিশিয়ে দিলো।
একটা নীল স্বপ্নের মৃত্যু হলো।  


যাক গে, লাল, হলু্দ, সবুজ আর বেগুনি
বাকী সব চুড়ি তো হাতেই আছে।
টিপটাও কপালে আছে, নুপূর দুটোও পায়ে।
কাজলটানা চোখ আর হাসিমাখা মুখ দেখেই
আমার স্বপ্নময় পথ চলা চলতেই থাকবে।  


ঢাকা  
১৮ ফেব্রুয়ারী ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।