বড়ই আনতে বলেছিলে তুমি,
কাঁটা কুঁটো পায়ে দলে শেষে,
পকেট ভর্তি বড়ই এনে দেখি
গয়া খাচ্ছ তুমি মগডালে বসে।


কাঠবেড়ালির ছড়াটা যেই বলি,
অমনি তুমি ফোঁকলা দাঁতে হেসে
নীচে নেমে কোথায় গেলে চলি',
বড়ইগুলো পড়েই র’লো শেষে।


পাদটীকাঃ শৈশবের বন্ধু রানীর কথা মনে করে লেখা। স্থানীয় ভাষায় ‘গয়া’ মানে পেয়ারা। রানী মাত্র ১৩/১৪ বছর বয়সে সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ওর যেদিন প্রথম দাঁত পড়েছিলো, সেই 'পোকা খাওয়া' দাঁতটা একটা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে দুজনে মিলে সুর করে গেয়েছিলাম... "ইন্দুর, তোর দাঁত মোক দে, মোর দাঁত তুই নে..."।


ঢাকা
০১ মার্চ ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।