মাটিতে বিলীন হয়ে যাবার নামই মরণ।
যেথা হতে এসেছিলাম এ ধরায়,
নরম মাটি দিয়ে তৈরী এ দেহের অনুকণায়,
আকৃতি আদল দিয়ে দেয়া হলো মানুষ নাম।


সূর্যরশ্মিতে যেসব রঙিন অনুকণা দেখি,
ওরা যেন এসব আত্মারই বিশৃঙ্খল বিন্যাস।
সুবিন্যস্ত হলে ওগুলোই আকৃ্তি নেয়
আমাদের একেকজনের প্রতিবিম্বের।


এই কাদামাটির দেহ নিয়েই আমরা কতটা
স্বপ্নাতুর থাকি! সুস্থ হই কিংবা প্রতিবন্ধী,
এ দেহকে আমরা কেউ হারাতে চাইনা,
মরণের ডাক এসে গেলেও না, তা চাইনা।


পেখম মেলে ধরা গর্বিত ময়ুরের মত
আমরা আমাদের দেহাবয়বকে সাজিয়ে রাখি।
কিন্তু দ্রুতই দেহ এ সত্য প্রকাশ করে দেয়,
পচন আর ভেঙে পড়ার জন্যেই দেহের সৃষ্টি।


এ সত্য যখন আমাদের বোধে আসন গড়ে,
আমাদের মূল্য তখন শূন্যতায় বিলীন হয়।
মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাবো,
যতই অভব্য ভাবোনা কেন এ ধারণাটিকে।


মানুষের সমাধিপাশে যারা অশ্রুপাত করে,
তারা যেন নিজস্ব নিয়তিকেই দেখতে পায়।
তারাও খুব ভালোভাবেই জানে, যে তারাও
শীঘ্রই ধূলিকণা হয়ে যাবে অনন্তের আলোয়।


মূলঃ Lora Colon
অনুবাদঃ খায়রুল আহসান


মূল কবিতাটি নিম্নে উদ্ধৃত হলোঃ


From Dust We Came


From Dust We Came


This thing called Death is but a return
To the soil from whence we came,
The soft clay of this Earth, our components,
Formed into shapes, then given a name


The dust we see floating on sunbeams
Is the soul in disarray,
But when arranged in the proper order
Molds us into who we are today


How we cherish these bodies of clay,
Though we don't get to choose them,
Defective or whole, in sickness or health,
When Death calls, how we hate to lose them


Proud as the peacock we wear our flesh,
Fine particles of matter,
But too soon our bodies reveal the truth.....
Made to rot, the particles scatter


Our value diminishes to naught
When we realize this truth,
From dust we came, to dust we shall return,
Though you may find my manner uncouth


And those who shed tears at our graveside
Cry for their own destiny,
They know all too well, soon they will become
A speck of dust in eternity


Lora Colon


সংক্ষিপ্ত কবি পরিচিতিঃ কবি পরিচিতিঃ Lora Colon এর জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৪৪, তার প্রকৃত নাম Lorraine Colon। কবিতায় তিনি Lora Colon সংক্ষিপ্ত নামটি ব্যবহার করে থাকেন। তিনি মার্কিণ যুক্তরাষ্ট্রের মিসৌরীতে বসবাস করেন। তিনি জীবন ঘনিষ্ঠ মিষ্টি প্রেমের কবিতা লিখে থাকেন, তবে তার বেশীরভাগ কবিতায় বিরহ বেদনার সুর প্রকটভাবে মূর্তমান।


ঢাকা
২৩ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।