যখন তুমি চাঁদ হয়ে হাসতে
আকাশের বুকে,
সরু এক ফালি বাঁকা চাঁদ
অথবা হিরন্ময় কৌমুদী হয়ে,
আমি তখন প্রতিদিন রুটিন করে
কাটাতাম কিছুটা সময়
অপলক তাকিয়ে তোমার পানে,  
আর গায়ে মুখে মাখিয়ে নিতাম
তোমার স্নিগ্ধ হাসি আর আলো।


যখন তুমি একটা প্রদীপ হয়ে
থিতু হলে কোন এক গৃহকোণে,
তোমার আলো ছড়িয়ে দিলে
শুধুমাত্র একটি বেষ্টনীর ভেতর,
তখন আমি মুখ ফিরিয়ে নিলাম।
তুমি হয়ে গেলে শুধু
এক অচেনা গৃহের আলোকবর্তিকা।
একদিন অবাক হই তোমার মৃদু প্রশ্নে,  
‘কেমন আছো, কবি’?


তোমার জিজ্ঞাসার উত্তরে বলি,
তুমি যখন উপলক্ষ, তখন--
আমি ভালো থাকলেও ভালো,
মন্দ থাকলেও ভালো থাকি।
তোমার কল্পিত সান্নিধ্যে ভাল থাকি।
আর যদি কখনো বিরহ বেদনা
এ বিরাণ বুকে বাসা বাঁধতে চায়,
আমি তক্ষুনি আমার বহু ব্যবহৃত
কবিতার খাতাটা হাতে নিয়ে বসি।


ঢাকা
২৭ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।