সমুদ্রের বুক ভরা জল।  
তবুও সেথায় এক দুঃখিনী আসে প্রতিরাতে  
নিকষ কালো অমাবস্যায় কিংবা দীপ্ত পূর্ণিমাতে,
তার কাজল কালো দু’চোখ থেকে অশ্রু ঝরাতে।


প্রতি রাতে সমুদ্র অপেক্ষা করে থাকে,
কখন সে দুঃখিনী তার কাছে এসে বলে যাবে  
বুক উজাড় করা কিছু গোপন অভিমানী কথা।
তারপর শীতল জলে সন্তরণ শেষে ফিরে যাবে।  


সমুদ্র ও নারীর এ সখ্য প্রাচীন।
উভয়ে সহনশীলা; কখনো নির্বাক, কখনো রুদ্র।
উভয়ের বুকে হিল্লোল ওঠে বাতাসের ছোঁয়ায়,
উভয়ে প্রলয়ংকরী হয়ে থাকে সময় সময়।  


ঢাকা
২৮ মার্চ ২০১৬