বেলাভূমি ধরে হেঁটে হেঁটে চলে গেলে
অনির্দিষ্ট কোথাও, একেলা একেলাই।
হাঁটতে হাঁটতেই হঠাৎ কি ভেবে তুমি
খোঁপাটি খুলে দিলে নিপুণ দু’আঙুলে।
হাল্কা বাতাসে ঘন চুলগুলো উড়ে এসে
বারবার ঢেকে দিচ্ছিল ঐ চোখ মুখ।


এভাবেই তুমি হেঁটে চলে গেলে আনমনে।
রেখে গেলে ভেজা বালুর মাঝে অবিন্যস্ত
কিছু পদচিহ্ন। জলপিঁপড়ে আর সদ্যজাত  
কাঁকড়ারা এসে সেখানে খেলা করে গেল।  
সেসব পদচিহ্নকে এক প্রেমপীড়িত কবি  
বিমূর্ত চিত্রকলা ভেবে কবিতা লিখে নিল।


তার পরেই আচমকা জোয়ারের জল এলো,
জলে জলে ভেসে গেলো তোমার পদচিহ্ন।
তুমিও সেই যে গেলে, আর পথ ফিরলে না।
কি জানি কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেলে!
বেলাভূমিতে অগোচরেই রেখে গেলে তোমার
কিছু অমোচনীয়, অনিন্দ্যসুন্দর স্মৃতিচিহ্ন।
  


ঢাকা  
০৫ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।