বালিকা, তোমার ঐ কনকপ্রভা মুচকি হাসির পেছনে
কতটা বিষাদ লুকোনো সেকি তোমার প্রেমিক জানে?
সেকি শুধুই তোমার চোখে আলোর ঝিকিমিকি দেখে?
কতটা নিকষ কালো আঁধার ছেঁকে এ আলো এসেছে
সেকি তার কোন খোঁজ রাখে? রাতে তোমার বালিশ
অশ্রুতে সিক্ত হতে হতে ভোরের আগেই শুকিয়ে যেত,
কেন, সে খবর কি সে জানে? তুমি এখনো বৃষ্টিতে
ভিজতে নামো, সেও কি উল্লসিত হয়? তোমার মনে  
ক্রোধের লেলিহান শিখা মাঝে মাঝে লাফ দেয়, আবার
ভালোবাসার একটু ছোঁয়ায় তা দপ করে নির্বাপিত হয়,
সে কি মেজাজের এই মর্জিমাফিক ওঠানামা মেনে নেয়?
সেকি তোমাকে যখন তখন স্বরচিত কবিতা শোনায়?
তুমি কি তার আবৃত্তির কন্ঠের প্রশংসা করেছো কখনো?
দু’জনে মিলে চাঁদ দেখো? চাঁদে কি আরো কিছু দেখো?


ঢাকা
০৬ এপ্রিল ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।