যাঁর হুকুমে আমার এ জগতে আসা, তিনি জানেন
আমার মনের গোপন কথা। মনের গহীনে লালিত
অব্যক্ত বাসনার কথা। তিনি জানেন, আমি কতটা
নির্বিবাদী মানুষ, কখনো কারো কাছে জোরে কিছু
দাবী করিনি, কারো বিরক্তির কারণ হতে চাইনি।
আমার জন্য কেউ উৎকন্ঠিত হোক, কখনো চাইনি।
আমার দুর্দশা দেখে কেউ ব্যথিত হলে আমি নিজেই
নিদারুন লজ্জিত হয়ে পড়েছি। আমার কারণে কারো  
দৈনন্দিন রুটিন বাধাগ্রস্ত হলে খুবই বিব্রত হয়েছি।
কারো উপরে কখনো আমি নির্ভরশীল হতে চাইনি।


যিনি আমায় শিখিয়েছেন, আমার জন্য তিনিই যথেষ্ট,
তাঁরই কাছে আমার সব নির্ভরতা। তাঁর ডাকে যখন  
আমি নিম্নগামী হবো আর আমার আত্মা ঊর্ধ্বগামী,
সবাই দেখবে কিভাবে পরম নির্ভরতার পুরস্কার নিয়ে
এক নির্বিবাদী, নিরুপদ্রবী মানুষ নিরুদ্দিষ্ট হয়ে গেল!
যাকে স্মরণ করে জগতের কোন ব্যস্ততা থেমে যাবেনা।  
কোন শোকবাণী পড়া হবে না, কোন পতাকা নামবেনা।
এপারে যেমন তিনি শান্তিকামী মানুষ ছিলেন, তেমনি
ওপারে গিয়েও তিনি শান্তির অন্বেষণ করে যাবেন, কারণ
যাঁকে তিনি বিশ্বাস করেছিলেন, সকল শান্তির উৎস তিনিই।


ঢাকা  
১২ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।