কোন এক মায়াবতী মায়া করে ভালবেসেছিলো,
এমন একজনকে,
প্রেমের বাজারে যার মূল্য অতি নগণ্য ছিলো।
তবুও সে তাকে মায়া করে ভালোবেসেছিলো।  


অবশেষে একদিন,
যখন সময় হলো সে মায়াবতীর সংসার বাঁধার,  
গুন গুন গান গেয়ে
মায়াবতী চলে গেল, রেখে গেল স্মৃতির আধার।


মায়াবতী আজও গান গায়,
পিয়ানো বাজায়, রসুইঘরে আজও রাঁধে বাড়ে,
তার কন্ঠে আর বাদ্যে বেজে ওঠে সুরের ঝংকার,    
ক্ষণে ক্ষণে তার চোখ জলে ভেসে হয় একাকার!  


ঢাকা  
১৬ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।