চেতনায় জড়িয়ে ছিলে, এই সেদিনও, সারাটা ক্ষণ,
সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, অনুক্ষণ।
কতনা কিছুই ভেবেছি তোমাকে নিয়ে!
তোমার ইথারীয় আগমন পথের দিকে চেয়ে
অনিমেষ তাকিয়ে থেকেছি, কতটা ব্যাকুল হয়ে!
যখন সে কিন্নরী কন্ঠস্বর হাওয়ায় ভেসে এসেছে,
আমি বিস্মিত বালকের মত চোখ বড় বড় করে
শুনে গেছি এক দুঃখিনী সিনডারেলার রূপকথা।


আজও আছো, তবে অনুক্ষণ চেতনায় নয়, স্মৃতিতে।
শেষদিকের সব এলোমেলো ধোঁয়াশা ঘেরা কথকতা
কিংবা রহস্যঘেরা নীরবতার স্পষ্ট ব্যাখ্যা দাবী করে
আমি কোন শ্বেতপত্র চাইবোনা কস্মিনকালেও।
জানি, আমার বিনম্র বিশুদ্ধতা্র কাছে তুমি একদিন
নত হবে আরক্তিম লজ্জায়, আর বারবার ক্ষমা চাবে
যেমন করে দেবতার কাছে প্রায়শ্চিত্তকামী পূজারী
নতজানু হয়ে প্রণতিভরে ক্ষমা ভিক্ষা করতেই থাকে।


ঢাকা  
২৩ এপ্রিল ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।