যে আদর চায়, সে মুখ ফুটে তা চাইতে পারেনা।
তার চোখেই সে চাওয়াটা প্রকাশ পায়।
কেউ তা দেখে, কেউ দেখে না।
যে আদর চেয়ে পায় না,
তার কোন কিছুতেই তা প্রকাশ পায় না।
নির্লিপ্ত চোখেও না, নীরব মুখেও না।
সে নিভৃ্তে ভালবাসার গান শোনে,
আকাশের পাখি দেখে, বৃষ্টি ছোঁয়।
নিজেও কাউকে ভালবাসতে চায়,
নিরালায় বসে দিবাশেষের ফুলের মত  
সবার অলক্ষ্যে গুটিয়ে রয়।
আদরের ভাষা সকলে বুঝলেও, বোঝাতে পারেনা।



রংপুর
৩১ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।