মাঝে মাঝে ছেলেটির খুব ইচ্ছে হতো…
কোন এক অরণ্যের অচেনা পথ ধরে
মেয়েটির হাতে হাত রেখে  
গল্প করতে করতে এগিয়ে যেতে।

আর একটু একটু করে ভালোবাসতে,
কাছে পেতে, অনিমেষ পলকে…  
একে অপরের দিকে তাকিয়ে থাকতে।  
অথবা নিভৃত নিরালায় বসে
আনমনা হয়ে শুনতে,
সকাতরে, সাদরে বলে যাওয়া
ওর সব খেয়ালি কথকতা,
হয়ে মন্ত্রমুগ্ধ নিশ্চুপ শ্রোতা।


কিন্তু মেয়েটির প্রয়োজন ছিলো
একটি ঘরের। আর তাই
সেই খেয়ালি মেয়েটিও-  
অকারণে স্বপ্নচারিণী হতে চায়নি,
বিলাসী অরণ্যচারিণী হতে চায়নি।
অবশেষে রেলপথের নিখুঁত দূরত্বের মত
তাদের সকাতর বাসনাগুলোও রয়ে যায়
পৃথক দূরত্বে, সমান্তরালে।


ঢাকা    
২১ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।