এবারে সেনাপ্রধান এলেন,
নৌ প্রধান এলেন,
র‌্যাব প্রধান এলেন,
SWAT এলো, এপিসি এলো,
কমান্ডোরা এলো,
তৈরী এম্বুলেন্স এলো,
ওবামাকে জানানো হলো,
অভিযান সফল হলো, উদ্ধার হলো...


হায়! সেবারে এসব কিছুই হলোনা!
সেনাপ্রধান 'যমুনায়' থেকে গেলেন,
এপিসি কিছুদূর এসে থমকে গেলো,
ওবামা ঘুমিয়েই থাকলেন,
সাহারা খাতুন গভীর রাতে এসে
কি যেন এক প্রহসন করে গেলেন,  
'কারা যেন ভালোবেসে আলো' নিভিয়ে দিলো,
ঘাতকেরা ৫৭ জন সূর্যসন্তানকে হত্যা করে পালিয়ে গেলো...


এ সবই কি হলো শুধু জিম্মিদের কারেন্সী ভ্যাল্যুর জন্য?
কিন্তু হায়! মানুষ দেরীতে বোঝে......
রক্তের কোন কারেন্সী ভ্যাল্যু নেই,
রক্তের ঋণ শুধু রক্ত দিয়েই শোধ করা যায়!


ঢাকা
০২ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।