ভবের আকাশে সে রাতে পূর্ণিমা ছিল,  
তবে মনের আকাশে চাঁদ ডুবে গিয়েছিল।
তুমি ব্যথাতুর মন নিয়ে ঘুরেছো ফিরেছো,  
সখীদের সাথে সাথে তুমিও হেসেছো।    


তোমার মনের খবর সেদিন কেউ রাখেনি,  
তোমার মুখের মলিন রেখা কেউ দেখেনি।
এক তির যেন কোথা থেকে ধেয়ে এসেছিল,
তোমার বুকের মাঝে সেটা গেঁথে গিয়েছিল।


সে রাতে বুকের ব্যথায় তুমি কাতর ছিলে,
তবুও সবার মাঝে খুব স্বাভাবিক ছিলে।
নীড়ে ফিরে এসে তুমি আর চাঁদ দেখনি,
চাঁদের স্নিগ্ধ আলো তোমার চোখে পড়েনি।    


পাদটীকাঃ আমরা পূর্ণিমা নিয়ে মাতামাতি করছি কিন্তু কে যে কোথায় বেদনার্ত হয়ে আছে কে জানে. . .


ঢাকা  
১৯ অগাস্ট ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।