ভাল থেকো, সুদূরিয়া!
অচিনপুরের স্বপন প্রিয়া।  
কোথায় আছ, কেমন আছ,
জানার কোনই উপায় নাই,  
তবু বলে যাই-
এই ইচ্ছেটাই,
ভাল থেকো, ভাল থেকো।
শীত গ্রীষ্মে ভাল থেকো!


তুমি যখন ভেসে ওঠো
মনের ভেতরে,
উথাল পাথাল ঝড় বয়ে যায়
শান্ত সরোবরে।
কেন তুমি এসেছিলে
কিসের খেয়ালে
বোঝার আগেই বন্দী হলে
স্মৃতির দেয়ালে।


ভাল থেকো সুদূরিয়া,
আলো ঝলমল কুঞ্জে,  
তোমার ছায়া দেখবো আমি
নীল সাদা মেঘপুঞ্জে।
হঠাৎ হঠাৎ ভাসো যদি
মনের গহীন কোণে,
ভালো থেকো, একটি কথাই
বলবো তোমার সনে।

ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।