হৃদয় কখন কী চায়,  
তা কি সব খুলে  বলা যায়?  
পাশে এলে কতটুকুই বা দেখা যায়,
অথচ দূরে গেলে সবই চুলচেরা দেখা হয়!  
একটা অশরীরি টান অনুভব করি-
চোখের দৃষ্টির চেয়ে মনের অনুভবই যেখানে মুখ্য।


আমাকেও হয়তো তুমি...
সেভাবেই দেখো, কাছে চাও।
আবার কাছে এলে...
চোখ দুটো সলাজে অন্যত্র সরিয়ে নাও।  
কী যে ভাবো, কে জানে! তবে টেলিপ্যাথী বলে...
আমাকে নিয়ে তুমি বেশ ভাবো, ক্ষণে ক্ষণে।


মনের বাসনা বাসনাই রয়ে যায়,
একটা কথা জানাতে যেন যুগ পেরিয়ে যায়...
তবুও তো দেখা হয়...
না বলা কথাগুলো যদিও
না বলাই থেকে যায়-
তবুও দেখা হয়- এটুকুও বেশ ভাল লাগে!


ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০১৬  
সর্বস্বত্ব সংরক্ষিত।