হে সুভাষিণী, তোমাদের হৃদয় যখন প্রেমাচ্ছন্ন থাকে,
প্রেমের জোয়ার উথলে এসে যেন কন্ঠেও ভাসে।
সাধারণ বাক্যালাপও তখন সঙ্গীতসম মনে হয়,
রাগ রাগিণী কন্ঠের দাসত্ব করে যায় অবলীলায়।


বিরাগী হলে তোমাদের হৃদয় যেন এক যাদুর রুমাল,
বোধাতীত আচরণ করে যায় হঠাৎ হঠাৎ --
কখনো চোখে ঘোর লাগিয়ে দেয়, করে বেসামাল,
কখনো অগ্নিশর্মা হয়ে আনে বিনা মেঘে বজ্রপাত!


ঢাকা  
১৩ অক্টোবর ২০১৬    
সর্বস্বত্ব সংরক্ষিত।