কত পাখি ডাকে আকুলি বিকুলি, তার সাথীরে-
কত ভালবেসে, কত ভিন সুরে!
কোকিলের কুহুতান,
কিংবা বিরহিণী ডাহুকের কোয়াক কোয়াক,
অথবা অদূর জলাশয়ে জলের কাক
পানকৌড়ির ডানা ঝাপটানো ডাক,
সবই পরিচিত ভাষায় ডাক দিয়ে যায়  
নিজ নিজ সাথীরে- কাছে আয়, কাছে আয়!


কবিকে অনেকেই কবি বলে ডাকে,
কেউ কেউ তুচ্ছার্থে, কেউ বা ভক্তিভরে।
তুমি যেভাবে ডাকো, ওভাবে কে ডাকিছে কবে?
সে সম্বোধন কখনো মনে হয়- পিছু নেয়া শিশুর
অপরিণত ভাষার আদুরে একটা আধফোটা বোল।
আবার কখনো তোমার একান্ত, প্রেমসিঞ্চিত প্রণতি।
কে তোমারে জানায়, কবির কবিতারা ভাষা খুঁজে পায়
কেবল তোমার ঐ একটি প্রেমময় সম্বোধনের আশায়!


ঢাকা  
১৪ অক্টোবর ২০১৬    
সর্বস্বত্ব সংরক্ষিত।