‘হে আকাশ, আমি আসছি......
তোমাকে মাটিতে নামিয়ে আনতে’!  
বছরের শেষ রাতটিতে আকাশের সাথে
তোমার এভাবেই শেষ কথা হয়েছিলো।


তারপরে এক রাতে তুমি মহড়ায় অংশ নিলে,    
কি করে ঈগলের ক্ষিপ্রতায় এক টুকরো আকাশ
ছোঁ মেরে নিয়ে আসা যায়, হাওয়ায় ভেসে ভেসে
সে প্রশিক্ষণে, সিলেটের পানিছড়া ড্রপযোনে।  


আকাশের সাথে তোমার সখ্যতা না শত্রুতা ছিল,
তা তুমিই ভাল জানতে। তোমার হাসিমুখ বলে দেয়,
মৃত্যুকে তুমি পরোয়া করনি কখনো, তাই নিঃসঙ্কোচে      
ঝাঁপিয়ে পড়েছিলে শীতল মৃত্যুর ওঁৎ পেতে থাকা বুকে।  


প্যারাস্যুটের বিশ্বাসঘাতকতায় নিমেষেই শেষ হয়ে গেল,
তোমার ছয় শ’ মিটারের নিঃসংশয় অকুতোভয় অবরোহণ।    
পানিছড়ার অবরোহণ ভূমি রঞ্জিত হলো তোমার উষ্ণ রক্তে।  
আকাশ আনা হলোনা তোমার, তুমি চলে গেলে আকাশের বুকে!    


পাদটীকাঃ সাদমান বিন আখতার, ওরফে “সাদমান সৌজন্য” একজন সদা হাস্যোজ্জ্বল তরুণ। গত ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে ফেইসবুকে দেয়া তার শেষ স্ট্যাটাসে তিনি লিখেছিলেনঃ “Sky, I am coming to... bring you down.... 2017 (দুইটা হাসির ইমো)”  

গত ০২ জানুয়ারী ২০১৭ তারিখে প্যারাস্যুট জাম্পের এক মহড়ার সময় তার Reserve প্যারাস্যুটটি Main প্যারাস্যুটের সাথে জড়িয়ে যাওয়ার কারণে কোনটাই আর কাজ করেনি। ফলে তিনি ৬০০ মিটার উচ্চতা থেকে ভূমিতে নিপতিত হন এবং অত্যন্ত মর্মান্তিকভাবে মৃ্ত্যুবরণ করেন। আমার আজকের এ কবিতাটি সাদমানের স্মৃ্তির প্রতি উৎসর্গিত হলো।  


ঢাকা  
০৫ জানুয়ারী ২০১৭    
সর্বস্বত্ব সংরক্ষিত।