তুমি এলে,
সাথে সাথে আমার ঘরে বসন্ত এলো।
চারিদিকে ফুল ফোটে, নানান রঙের।  
সকাল সন্ধ্যে ছাড়াও পাখি ডাকে, আর  
বলে যায় সময়ে সময়ে, এই শীতেও  
ওরা কত খুশী আজ তোমাকে পেয়ে।


তুমি এলে,
চারিদিক থেকে উৎসব ধেয়ে এলো,
নতুন বছর এলো, একটার পর একটা
বিয়ের দাওয়াত এলো, হৈ চৈ হলো।
তোমার নিজেরও বিয়ে বার্ষিকী হলো,
কতনা আনন্দে কেটে গেল বারটা দিন!


অবশেষে,
তুমি আবার চলে গেলে! পাখির ডানায়
ভর করে তুমি চলে গেলে শীতের দেশে।
ঝিরঝিরে বৃষ্টির দেশে, জ্ঞানের পাদপীঠে।
আবার আমার মাঝে শূণ্যতার সৃষ্টি হলো,
আবার দিশাহীন আমি, বর্ণহীন পৃথিবী!


পাদটীকাঃ দিশা আমার বন্ধুর মেয়ে, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মাত্র ১২ দিনের ছুটিতে দেশে এসেছিলো, আনন্দে আনন্দে বারটি দিন কাটিয়ে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিয়ে সে দু’দিন আগে আবার ফিরে গেছে ম্যানচেস্টারে। সে যখন এসেছিলো, বন্ধুর মনের ভেতরের খুশীর জোয়ার তার চোখ মুখ ভাসিয়ে দিয়েছিলো। সে যখন চলে গেল, বন্ধুপত্নী স্ট্যাটাস দিলেন, “Feeling vacuum inside”! তাদের উভয়ের মনের অনুভূতিটুকু অনুধাবন করে এই কবিতা।  


ঢাকা  
১১ জানুয়ারী ২০১৭      
সর্বস্বত্ব সংরক্ষিত।