নিজেকে সূতোকাটা ঘুড়ি ভাবতেই যেন ভালো লাগে।
লক্ষ্য অনুসরণের কোন বালাই নেই, বাতাস যেদিকে
বহে, সেদিকেই আমি ভেসে যাই। অদৃশ্য প্রভুর হাতে
বিনিসূতোর নাটাইটা ধরাই আছে, পৌঁছে যাবো ঠিকই!  


জীবনের অর্জন ব্যর্থতা নিয়ে এখন কোন কিছু ভাবিনা,    
এসব নিয়ে কেউ কিছু বললেও কোন প্রত্যুত্তর করি না।  
কিসের সাফল্য? কিসের ব্যর্থতা? ক্রীড়নকের সাফল্য বা
ব্যর্থতা বলতে কী আছে? ওসব ছাড়াই ঠিক পৌঁছে যাবো!  


নাটাই ধরা প্রভুর ইশারায় আমি ছুটি কখনো ঊর্ধ্বাকাশে,  
কখনো ফিরে আসি ধূলি ধূসরিত এই মলিন পৃথিবীতে।
এভাবে চলতে চলতেই একদিন বাতাস বাহিতের ন্যায়
একা একাই পৌঁছে যাবো প্রান্তসীমায়, অদৃশ্য অভ্যর্থনায়!


ঢাকা  
১০ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।