সবার কিছু কিছু প্রাইভেসী থাকে, একান্ত,
মনের কুঠুরির একটা গোপন তোরঙ্গে রক্ষিত।
সচরাচর সেটা খোলা হয়না, দেখা হয়না।  
কাউকে সেটা দেখানোও যায়না, তবুও-
সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় অক্ষত।


তারপর মন খারাপের জন্য অপেক্ষা করতে হয়,
কালো মেঘের জন্য অপেক্ষা করতে হয়।
একদিন ঈশান আকাশে পুঞ্জমেঘ জড়ো হলে  
ঝুম ঝুম করে অঝোরে বৃষ্টি নেমে এলে,
মনের বাক্স খুলে সেসব স্মৃতিগুলো ঘাটা যায়।  


ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৫