এ নিখিল ভুবন যে করেছে সৃজন,
তাঁরে পেতে ক্ষণে ক্ষণে উতলা এ মন।
যদিও বা জানি,
কত কিছু করেছি তাঁর নির্দেশ না মানি!
তবুও অনুক্ষণ,
তাঁর দয়ার পরশ পেতে থাকি উন্মন।  


আমার জীবন প্রাণ যাঁর করতলে,
তিনি কি দেবেন ফেলে নরক অনলে?
যত করি ভুল,
তাঁর ক্ষমার জন্যে হয় চিত্ত আকুল।  
যদিও বা ভুলগুলো ওহুদ সমান,
প্রভুর ক্ষমার কাছে সেটা তিল পরিমাণ।  


যে আমারে করেছে সৃজন,
অনুতপ্ত মনে তাঁরে খুঁজি সারাক্ষণ।
বলেন আমায় তিনি দিয়ে বরাভয়,
ওহে বাছা ভুল তোর যে পরিমাণে হয়,
আমার ক্ষমার হাত তাঁর চেয়ে উঁচু,
মায়ের আশীষ যদি থাকে তোর পিছু।


পাদটীকাঃ মায়ের আশীষ না পেলে প্রভুর ক্ষমাও মেলেনা।


ঢাকা
২১ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।