বিষণ্ণ প্রকৃতি, বিষণ্ণ আকাশ,
ভারাক্রান্ত মন, তবে ক্বচিৎ হা-হুতাশ!
পাখিরা কথা বলে যায়, তাদের কথা শুনি।  
তরুদলও কিছু বলে, হেলেদুলে, তাদেরও শুনি।    


অপরাহ্নের প্রলম্বিত তরুছায়া বলে,
আমরাও যাবো মিলিয়ে, খানিক পরে, ধীরে ধীরে।
সূ্র্য বলে, আমিও যাব অস্তাচলে, ঐ সুদূর দিগন্তে,
সোনালি আভার মায়াবী আবির ছড়িয়ে, এই দিনান্তে!  


গাছের পাকা ফলগুলো বলে, আমাদেরও দিন বুঝি
এই শেষ হয়ে এলো! আমরাও একদিন একে একে  
টুপ করে ঝরে যাবো, ভূতলে বিলীন হতে চিরতরে,  
হয়তো তখন থাকবে না কেউ পাশে, কুড়িয়ে নিতে।  


পাতা ঝরে যায়, তবু তরুশাখে একা এক পাখি বসে,
নিবিষ্ট মনে ধ্যান জপ করে, নতুবা মগ্ন থাকে শিসে।
একটি বিমান উড়ে চলে যায় হাওয়ায় ভেসে ভেসে,
তাকিয়ে থাকে আরেক পাখি টিভি এ্যান্টেনায় বসে।  


পাখি ও প্রকৃতির দরদে মানুষ আপন দুঃখ ভোলে।
আঁধার রাতের প্রহর গোণে প্রভাত আসবে বলে।    
ঝরা পাতারা ঝরে যায়, স্মৃতিটুকু রেখে যায়,
নব কিশলয় মুখ উঁকি দেয় পুরনো শাখার কোলে।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৯ মে ২০২২