ঘর হতে পা বাড়ালেই দেখি,  
দুপুরে, রাতে ভোরে কিংবা সাঁঝে-  
চারিদিকে শুনশান নীরবতার মাঝে
ফ্র্যাঙ্কস্টন-ফ্লিন্ডার্স স্ট্রীট লাইন ধরে  
ছুটছে মেট্রো রেল পিল-পিল করে।


পশ্চিমে নেপীয়ান হাইওয়ে,  
কিংবা দক্ষিণে সাউথ রোড ধরে
সারি সারি গাড়ী, ট্রাক, লরী,  
যুগল কিংবা একাকী কত পথচারী,  
আপন গতিতে দিচ্ছে পথ পাড়ি।


যে যার মত ছুটছে নিজ কাজে-  
চুপচাপ, কথা নেই!
ছুটে চলা মগ্ন কিছু সাইক্লিস্ট
মাথা ঢাকা হেলমেটের আড়ালে  
ইয়ারফোনে কানে কানে গান শোনে।    


এদের কাজের ধরণ দেখে
মনে পড়ে যায়,
নবকৃষ্ণ ভট্টাচার্যের
‘কাজের লোক’ এর কথা-
“মৌমাছি,মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই”।


এদের চলার গতি দেখে
মনে পড়ে যায়,
“পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি”।


চলার পথে হয় হাসি বিনিময়
প্রশ্ন করা নিষেধ, তা অজানা নয়।    
রোলার স্কেটিং এ যারা  
ছন্দে ছন্দে হেলে দুলে যায়,  
তারাও বাই দিয়ে, হাসি দিয়ে যায়,  
অবশ্য নিছক সৌজন্য ছাড়া
সে হাসির আর যেন নেই কোন দায়।  


মেলবোর্নের হাঁটা পথে….
২১ জানুয়ারী ২০২০