উদাসী এক পল্লী গায়ক গেয়ে চলেছিল
একে একে তার কন্ঠে যত গান ছিল।  
শুরুতে নিজের জন্যই সে আনমনে গায়,
নিজের সুরে নিজেই সে মোহিত হয়ে যায়!  
তারপর ধীরে ধীরে সে আরও গান ধরে,
কন্ঠ ছেড়ে, জানা যত গান এক এক করে!    


তার গান শুনে মুগ্ধ হয়ে কিছু পাখির দল  
থামিয়ে দিয়েছিল তাদের নিজ কোলাহল।
সে গেয়ে চলেছিল নিরন্তর বুঁজে তার আঁখি,
দরদী কন্ঠে, ‘আমার সোনার ময়না পাখি’!
পাখিকূল সে গানের মর্ম নির্ঘাৎ বুঝেছিল,
তাই গান শেষে সব পাখি উড়াল দিয়েছিল!


ঢাকা
০৩ জুলাই ২০২০