আমরা সবাই মিলে একটা ফুলের মতই ছিলাম;
ফুল-বাগানের একটি কোণে হয়তো অলক্ষ্যেই,
আমরা ছিলাম আমাদের মতো। মৃদুমন্দ বাতাসে
আমরা আপন মনে হেলেদুলে বিশ্ব দেখতাম।
ঝর ঝাপ্টায় একসাথে জড়াজড়ি করে থাকতাম!


তারপর……
তোমাদের নতুন নিজস্ব বাগান খোঁজা শুরু হলো,
একে একে পাঁচটি পাঁপড়ি হাওয়ায় ভেসে গেলো।
সব শেষে তুমি গেলে; সুসজ্জিত বাগান ফেলে
এক অজানা, অনিশ্চিত গন্তব্যে, সুখের সন্ধানে;
চোখে মুখে উৎকন্ঠার আভাস নিয়েই তুমি গেলে।


বিদায়ের আগে......
তোমার শিশুর মত মুখটা দেখে খুব ইচ্ছে হচ্ছিলো
তোমাকে বুকে জড়িয়ে ধরতে। তোমার চোখ থেকে
গড়িয়ে নেমে আসা ক’ফোঁটা অশ্রু আমাকে বিবশ
করে তুলছিলো। আমার বুকটা ভারী হয়ে উঠছিলো।
তেমন কিছুই বলতে পারিনি, শুধু বিহ্বল হয়ে ছিলাম।


হাল্কা আলিঙ্গণে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তবে
যেভাবে চেয়েছিলাম সেভাবে নয়, স্বভাবগত কারণে।
সেই থেকে তোমার জন্য বুকের গহীনে অনেক স্নেহ
আদর, আর শুভাশিস বয়ে নিয়ে বেড়াচ্ছি, যেন তুমি
আবার নতুন এক সুখের জীবন শুরু করতে পারো!


ঢাকা
২২ এপ্রিল, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।