বিদীর্ণ মাটিকে শুধোই কিইবা তার স্বপন,
বৃষ্টি্র ঝিরিঝিরি ধারা, নাকি অথৈ প্লাবন?
শুষ্কপত্র বৃক্ষকে শুধোই অতি চুপিসারে,
চায় কি সে কিছু বৃষ্টি্, রাতের আঁধারে?


সবাই চায় শীতল প্রলেপের সুখে সতেজ হতে
প্রথম বর্ষার জলটুকু পান করে তৃষ্ণা মেটাতে।
মাটির অতল গহ্বরও চায় প্রথম বৃষ্টি্র নোনাজল,
পাহাড়ী ঝর্ণার শীর্ণ ধারাও খোঁজে সাগর অতল।


এমন শুষ্কতায় সবাই যেতে চায় জলাধার কোণে,
গুটিয়ে থাকা তৃষ্ণার্ত সরীসৃ্প এগোয় সন্তর্পণে।
শুষ্ক জলাধার, নেই প্রবেশাধিকার, অচেনা বিবর,
পথ খুঁজে নিয়ে জলে হাবুডুবু খেয়ে ঘুমায় নিথর।


ঢাকা
২৮ ফেব্রুয়ারী ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।