দ্যাখো দ্যাখো, আজ ঐ আকাশে কত্ত বড়
চাঁদ উঠেছে, হলুদ আলোর বান ডেকেছে।
এটাই নাকি এ শতাব্দীর শেষ সুপার মুন,  
এটার আলোর উজ্জ্বলতা হয় নাকি দ্বিগুন।


এ ওকে ডেকে ডেকে দেখায় সুপার মুন,
সবখানেতে এ মুন দেখার পড়ে গেছে ধুম।  
সুপার মুনের প্রেমে আজ ভাসছে দেশের সবাই,
আমার তবু ওটা দেখার কোনই গরজ নাই।  


যখন তুমি শুয়ে থাকো এই আমারই পাশে,
শয্যা জুড়ে সুপার মুনটা এইখানেতেই হাসে!  


ঢাকা
১০ সেপ্টেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।