একা, ভীষণ একা!
অবশ্য নির্জনতা নয়, চারিদিকে কেবল ভীড়ভাট্টা।
এর মাঝেই আমি আছি একা, ভীষণ একা!
তবে তোমার মতই কিছু উচ্ছল, উদ্বেল, উৎসূক
মানুষগুলোর সাথেই আমার সখ্য চির সহজাত,  
তাদের সাথে আমার অদৃশ্য উঠা বসা, কথকতা।


আনমনা হয়ে সেদিন গিয়েছিলাম পুষ্পকাননে।
সেখানে কেবল একটাই প্রজাপতি ছিল, বর্ণিল।
সেটা তুমি। বাকী কিছু ভ্রমরের সাথে
আমি শুধু উড়ে উড়ে ঘুরে বেড়িয়েছিলাম।
তাদের সাথে গুনগুন করে সুর মিলিয়েছিলাম।
তাতেই তুমি কত মুগ্ধ হয়ে গেলে!


বাড়ী ফিরে জানালা খুলে রাখতাম, যদি তুমি
আসতে চাও কখনো নিজে নিজে! এসেওছিলে...
তবে আমারই অভিনিবেশে হয়তো ঘাটতি ছিল,
তাই ত্বরিত চলে গিয়েছিলে। মনের আদেশে
আজো জানালাটা খোলাই রাখি, তবে তুমি আসো না।
কারণ তোমার বাগানেই তো আজ বসন্তের সমারোহ!


ঢাকা
০২ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।