শ্রীমতি গীতা দত্ত,
আপনার কালজয়ী গানে কত যে চিত্ত
হয় অহর্নিশি উদ্বেলিত,
জানিনা সে হিসেব আছে কিনা কারো করায়ত্ত!  


তবে এটুকু জানি,
কিশোর বয়সে যখন প্রথম এ গান শুনি,  
সেই থেকে ছোট এক আশা বেঁধেছিল বাসা
বিরাণ এ বুকে,
কেউ একজন বলুক ডেকে,  
না হয় নাই বা থাকলো কন্ঠে এতটা সুর তার-  
তবু কাছে এসে একান্তে বলুক, এ গান তোমার  
'তুমি যে আমার, ওগো তুমি যে আমার’!


শ্রীমতি গীতা দত্ত,
যদিও আজ আপনি পরলোকগত,
আপনার কিন্নরী কন্ঠে আজও শুনে যাই
হৃদয় বিদীর্ণ করা সেই বিষাদের সানাই।
আপনি শুনিয়েছেন প্রেমাষ্পদকে কাছে পাবার
এক আদুরে আবদার; নিটোল ভালোবাসার
এ যেন এক চিরন্তন অধিকার তাকে শোনাবার
'তুমি যে আমার, ওগো তুমি যে আমার'!


পাদটীকা: আজ ২৩ নভেম্বর, অমর শিল্পী গীতা দত্ত'র জন্মদিন। এই দিনে তাঁর গাওয়া বহুল শ্রুত, আমার অতি প্রিয় এই কালজয়ী গানটির কথা স্মরণ করে কবিতাটি লেখা।


ঢাকা
২৩ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।