মিয়ানমারের আকাশসীমায়
দেখি কতিপয় কাক
'কা' 'কা' করে ডেকেই চলেছে -
রাখাইন নির্বাক।


শকুনের দল করে ইতিউতি -
নিচে আধপোড়া লাশ;
পোড়া ঘর-বাড়ি বলেছে আমায়
পিশাচের ইতিহাস।


ওরা পুড়িয়েছে ধর্মগ্রন্থ,
মসজিদ আরো আরো;
পিতা-মাতা-বোন, ভাই ও স্বজন,
রেহাই দেয়নি কারো।


ওরা মাড়িয়েছে বৃদ্ধার বুক
উদ্ধত কালো পায়ে,
গ্রাম থেকে গ্রাম শ্মশান করেছে
চিতা-ভস্মের ছা'য়ে।


নাফ নদী পাড় হয়েছে ভাগাড়;
দেখি অসংখ্য মৃত
অর্ধদগ্ধ হয়ে পড়ে আছে,
বিভৎস-বিকৃত!


আমিতো দেখেছি সদ্যমৃত
শিশুটিরে বুকে লয়ে
কেমনে কেঁদেছে অসহায় মাতা
বিলাপ আর বিস্ময়ে।


দেখেছি নগ্ন মানুষের দল
হাবুুডুবু খায় জলে,
কত নিষ্পাপ শিশুর সমাধি
বঙ্গোসাগর তলে!


[রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে....]


২০১৮, যশোর।