বাইরে বৃষ্টি - আকাশরাজ্যে মেঘের তুমুল দ্বন্দ।
বিদ্যুৎ নেই, মোমের আলোয় লিখি দু-একটা ছন্দ।
টিনের চালে কে যেন ছুঁড়ছে শত-সহস্র ঢিল।
যেন সে শব্দ কোনো অবোধ্য কাব্যের অন্ত্যমিল!
বাদল-সন্ধ্যা ভেজা কামিনীর গন্ধ আনছে বয়ে।
স্নিগ্ধ সুবাস ছড়িয়ে পড়ছে সমস্ত লোকালয়ে।
সুললিত সুর টুপ-টাপ-টুপ, কখনোবা ঝুমঝুম;
নয়নে নামছে আয়েশী নিদ্রা - শ্রাবণে সান্ধ্যঘুম।
থামছে আবার বাড়ছে ক্রমশ, এভাবেই অবিরাম
ভিজেই চলেছে মাঠ আর মাঠ, খাল, বিল, সারাগ্রাম।


০৯-০৪-২০১৯, সন্ধ্যা
রাজগঞ্জ, যশোর