নাই সে সেবার  মানবতা
নাই সে সেবার আদর্শ দীক্ষা
কোথায় যে কী চাইতে এসেছি আজ
দুহাত মিলেও মিলছে নাকো করুণ আকুতির ভিক্ষা।


নিজ স্বার্থে সবে ঘোড় অনড় আজ ;
বেজায় আপকে বাঁচাও সাম্যবাদ ,
অকথ্য ঘৃণ নিম্ন রসাতলে নিমজ্জিত মোদের আভাস্থলটা
কাঁট কাঁট মার মার-শুধু নামের অসম্প্রদায়িক জাত।


ভ্রুকুটিকর বিবেকহীনতার তরে আজ;
মাটি ও মানুষ হতে সাহায্য পাওয়া দুষ্কর
কে বা কারা দিবালোকেও জানা পথ মন ভোলা ওরা
প্রতিহিংষায় স্ব-স্বার্থে বিভোর।