অন্ধ গলির হৃদয়ে আনন্দের নির্যাতন
কষ্টের বাজিমাত হয়
ফেরী হয় যন্ত্রণার
দুঃখ দেবতারা নিলাম ওঠায় সুখের
অবশিষ্ট রয় কেবল ঘৃণা
হে বেইমান,
পারলে হৃদয় হাতড়ে দেখিস
কতটা জায়গা জুড়ে তোর অবস্থান !


ফুরিয়ে গেছে হাসি
রোল পড়েছে কান্নার
হৃদয় পাড়া বিতাড়িত হয়ছে হতাশায়
ঈশ্বরের লীলায় লুট হয়েছি আমি
শ্রেষ্ঠ দোজখে পরিণত হয়ছে পৃথিবীর এ বদ্ধভূমি
স্মৃতি তীর্থের করুণ অপেক্ষা হয়ছে ছিন্ন সে সম্পর্ক
বারবার হাতছানি দিয়েছে আত্মহত্যারা
হে বেইমান,
পারলে একদিন অনুভব করিস
আমার বিষাদ বিরহের কতটা তোর অবদান ।