ঐ মেয়ে, যা মুক্ত হয়ে যা, উড়াল দিয়ে যা।
আমায় একা করে যা, বেদনার রোশানলে আমায় অনিমেষ পুড়িয়ে যা ।
যা যা বেঁধে রেখেছে কে ,
কোন বাঁধনে কোন শিকলে ?
যা যা! যা চলে যা আমায় কাঁদিয়ে...
এই পাঁজরটা থাকবে না হয় বেঁচে এবার
শত যন্ত্রণা জড়িয়ে,
না হয় তোরে রোজ আঁকবে একা
স্মৃতিতে মহা মিলন সুখ পুড়িয়ে ...
যা মেয়ে তুই যা,..আবেগের উপর ভর করে যে স্বপ্ন
বুনেছিলি এ হৃদয়ে
সে স্বপ্ন শুকনো পাতার মর্মর শব্দ ভঙ্গ করে
যা হারিয়ে যা- শূন্যে গা ভাসিয়ে ..।
আমার এ অন্ধকার আমিতে যে অদৃশ্য আলো জ্বেলেছিলি
যা চলে যা, ফের অন্ধকারে আবদ্ধ করে তা নিভিয়ে ...
রাখিনিতো বিদ্বেষ কোন দেইনি কোন অভিশপ্ত বাণী -বাতাসের কানে কানে ছড়িয়ে...
যা চলে যা যেভাবে যত দূর পারিস
কষ্টে আমায় মাতিয়ে...
যা চলে যা ঐ দূর আকাশে
যেখানে নিসর্গ ছুঁয়েছে জ্যোৎস্নার কান্না
যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত
যেখানে কাল্পনিক মৃত্যু হয় রোজ
যেখানে মায়াময় ছায়ার যুদ্ধ হয়
যেখানে অপেক্ষার চোখে জল নিঃস্বার্থ প্রহরী
যেখানে নিষিদ্ধ নরক
যা সেখানে একাই হেঁটে যা
সব অধিকার ছিন্ন করে যা।
যা মেয়ে তুই যা
এ অবরুদ্ধ যাতনা আর্তনাদ তুচ্ছ করে যা.....