এমন কি আছে নদী চোখের জলের মত দীর্ঘ হয় !
এমন কি আছে আকাশের শূন্যতা, একা হবার চেয়ে বিশাল হয় ?
আছে কি অন্ধকার মন খারাপের চেয়ে গাঢ় !
আছে কি বড় কবর বুকের চেয়ে আরও ?
মনের চেয়েও কি ঝর্ণা কাঁদে অবিরত !
আছে কি সাগর এমন, ক্ষতে হৃদয় হয় গভীর যত ?
হয় কি  এমন পাহাড় শক্ত,যদি কাছের মানুষ হয় পাথর?
আসে কি প্রবল শীত, ছেড়ে থাকা প্রিয়ার বিরহের চেয়ে কাতর !
পরিমাপ যোগ্য কি মন বিয়োগের যোগফল কত!
আছে কি মাটি ও আকাশের মাঝে দূরত্ব, অভিমানী মনের মত ?


■যাবজ্জীবন অভিযোগ
■ রবিউল ইসলাম রাব্বি