আমি আর কোথাও নেই জেনে নিও
খেয়াল কিংবা বেদনার দেয়াল
চোখের জলে কিংবা অনলের অন্তরালে
কপাল,ঠোঁট, ঘাড়ের কার্নিশ, হৃদয় থাকা বুকে কিংবা এক পৃথিবীর মহা শোকে
ভাবনা চিন্তা চেতনায় কিংবা অজস্র যাতনায়
হাসির পশরা কিংবা আনন্দ উল্লাসে
আদর সোহাগ কিংবা পবিত্র বিশ্বাসে
এই পৃথিবীর চাওয়ায় কিংবা পাওয়ায়
দেহের বাসরে কিংবা দুঃখের দোষরে
আলো কিংবা আধারে
ঘৃণা কিংবা ধিক্কারে
মনের ভিতর কিংবা বাহিরে
দূরে কিবা কাছে
আমি আর কোথাও নেই জেনে নিও।
জেনে নিও আমার অবর্তমান সর্বত্র বিরাজমান।