প্রতিটা আঁধারেভরা রাত ,
জোছনা বিলাসী কাটার অপেক্ষার -
আমি তার'ই পথ চেয়ে রব।
পথের শেষে অন্তমিলে ছন্দ খোঁজার অপেক্ষায় -
আমি তার'ই মিলনে প্রহর গুলো দুঃখের আদলে চিরন্তন গুনবো।
সে যে আসবেনা, আমায় ভালোবাসবেনা,
কাছে টেনে দু'হাত প্রসার বক্ষে জড়াবেনা জেনেও-
ভালোবাসার আবেশ, তাকেই ঘিরে স্বযত্নে রক্ত রঞ্জিত বাসর তবুও সাজাবো।
জানিতো তুমি , আস্তপারের শেষ প্রহরের -
চোখ জ্ল জ্ল করে ফিরে চাওয়া
শেষ বিদায়ের সুর,
আমাকে বেদনার চাদরে মুড়ানো সেই তুমি,
হৃদয় কূলিশিত করা সেই তুমি,
তুমি তো অবিচল তোমার পথেই ;
সঙ্গী কেবল আমার সকল বেদনা বেদূর।
তবুও একটা বিরহ পাবার অপেক্ষা
মিলন তীথিতে মরিচা পড়ার ভয়ে
রোজ স্মৃতির আঙিনায়
গঠন করি বলয়,
গড়ি তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জোড়ালো সুরক্ষা।
জানিত তুমি আসবেনা, আমায় ভালোবাসবেনা।
তোমাকে ভালোবেসে দু'চোখ সাগর করে -
রোজ সেই কষ্ট সিন্ধু তীরে করি বেদনা চাষ,
নিজেকে দুঃখ বিলাসী ভেবে
আনন্দ অশ্রুতে
রোজ মেতে উঠে আমার যাতনার জয়োল্লাশ।
জানই তো ,তোমাকে নিয়ে নিজ হৃদ গহীনে
কত স্বপ্ন এঁকে যাই
কত ইচ্ছে কে বলি দিয়ে
তোমার আপেক্ষায় নিজেকে উপেক্ষিত করি
যাতনার অন্তবাসকে রোজ পূজো করি
তোমাকে ঘিরেই।
তোমাকে ঘিরে ধুসর আকাশে কষ্টবিলাসী ঘুড়ি উড়াই ,
পৃথিবীকে জানান দেই -
আমার একলা ঘুড়ি আকাশ পানে তোমার খোঁজেই উড়ে,
নাটাইয়ের বাঁধন ছিড়ে ছুটে যেতে চায় আকাশের বুক চিরে।
জানিত তুমি আসবেনা , তবুও ভালোবাসি তোমায়।
জানিত তুমি কাছে আসবেনা, তবুও স্বপ্ন সারথী জেগে রয় নিজ অন্তরায়
এই অবুঝ আশা, কাছে পাওয়ার অকুলতা, নিরন্তর অপেক্ষাকে- মিথ্যে করে দিওনা।
দিওনা মিথ্যে করে -
রাত জাগার প্রহরী হবার।
দিওনা মিথ্যে করে -
একলা সকাল আমার,
দিওনা মিথ্যে করে -
মুখ লাল করা হাসি আমার।
১৮/০৮/১৭