তুমি ,স্মৃতির জলাঞ্জলী হবে মৃত্তিকার দেহে
হবে চোখের জলে কর্দমাক্ত পিচ্ছিল পথ
বিরহরা অহংকা নিয়ে মিছিল করবে তোমার শূন্যতায়
ভাবনারা লাজুক হবে তোমাকে ভাবতে গিয়ে
ক্লান্ত ক্যাকটাস হবে মনের জানালা
মাথা ধরার কারণ হবে তোমার এক চিলতে হাসি
নিকোটিনের ধোঁয়ায় পুড়ে অন্তর ছুঁবে তোমার এলোমেলো চুলের ঝাঁপটা
কোমড়ে আঁচল বেঁধে প্রায়সই তেঁড়ে আসা তোমার অভিমান গুলো হবে আমার  সন্ধ্যার একাকীত্বতার মোড়ক উন্মোচনের নিত্য সঙ্গী
টেক-কেয়ার গুলো হবে কাঠ ফাঁটা রোদেলা দুপুরের ছন্নছাড়া দীর্ঘশ্বাস
এক একটা হতাশা চিৎকার দিয়ে আর্তনাদ করবে
মায়াবী চোখের চোখ রাঙানির জন্য
সেই সে মিষ্টি শাসন ছাড়া হবো চুল-দাড়িতে আলুথালু বনোবাসি উন্মাদ
বেশ্যা পাড়ায় বেপরোয়া হয়ে তিনশ টাকায় খুঁজবো তোমার স্বর্গীয় চুম্বনের আবেশ আর স্পর্শগুলো।
জীবনের ঘোর অন্ধকার বুদ হয়ে অনবরত প্রলাপ অস্পস্ট হয়ে উচ্চারিত হবে -
আমি  কেবল নিষিদ্ধ এক প্রেমিক ছিলাম।


              


                           09-10-18