ক্ষমা কর ,
তোমার যাওয়ার পরে, আমার যে সব রাত একাকী কেটে অনবরত অশ্রু ঝরেছে-
সেই একাকী রাতের অবুঝ অশ্রুকণাগুলোকে নিঃশর্ত ক্ষমা কর।
তুমি না থাকায় বুকের ভেতর যে বিবাগী দাবানল আমাকে নিঃশব্দে বিভৎস পুড়িয়েছে -
সে সব নির্বাক যাতনার আর্তনাদ নিঃশর্ত ক্ষমা কর।
তুমিহীন মিষ্টি উদিত যে সব প্রাত -
আমার দুর্বিষহ নিয়ে নিত্যদিন জেগে উঠেছে আমাতে ;
সে সব অবুঝ কষ্টের দুর্বিষহকে নিঃশর্ত ক্ষমা কর।
আমার যে সব প্রহর গুলো তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় এখন হৃদয়ে পাগলা ঘণ্টার বাদ্য বাজায়-
নিঃশর্ত ক্ষমা কর সেসব পাগলপণ ব্যথার প্রহর কে।
আমার যেসব খেয়াল,ভাবনা তোমাকে আগের মত কাছে পাওয়ার জন্য ;
মন পিঞ্জরে যুদ্ধের নীল নকশা করে বিরহের বাঁধ নির্মাণ করে ,
নিঃশর্ত ক্ষমা কর সেই পথ হারা বিভ্রান্ত ভাবনাদ্বয় কে।
তুমি থাকাতে, সুখে থাকার যেসব অদূর ভবিষ্যত পরিকল্পনা করেছিলাম দুজনে মিলে-
নিঃশর্ত ক্ষমা কর আজ সেসব মিথ্যে হয়ে যাওয়া মিথ্যে সুখের পরিকল্পনাগুলোকে।
আমার বাইশ তারুণ্যের যে যৌবন-
তোমাকে সোহাগ দেবার যে নির্বোধ দুঃসাধ্য করেছিল;
নিঃশর্ত ক্ষমা কর সে অহেতুক টগবগে ভেঁপে ওঠা মরীচিকার যৌবনকে।
দুবাহুতে জড়ায়ে, বুকের সাথে বুক মিলিয়ে -
চোখে চোখ রেখে, একই নিশ্বাসে , একই স্পন্দনে; যেসব রাত মহা আনন্দের ঐশ্বর্যে বলি দিয়েছি তোমার মিলনের দংশনে;
নিঃশর্ত ক্ষমা কর সেসব নাজিল হওয়া কলঙ্কিত আঁধারের মায়াকে।
ক্ষমা কর , তোমার মায়াবী হাসিতে আমার যেসব দুঃখ মুছে যেত,
ক্ষমা কর তোমাকে একপলক দেখলেই যে দিনটা খুব ভালো যেত।
ক্ষমা কর ।
নিঃশর্ত ক্ষমা কর.....।


12-05-18
নারায়নগঞ্জ