কিছু ভয় কিছু সংশয় যদি সমাজের গুজব খুঁজে !
কিছু মানুষ যদি না বলা কথা কিংবা চোখের ভাষাও বুঝে ?
হঠাৎ রাতের আঁধারে চিরকুট যদি হাতে পাই !
যদি অন্ধকারে আলো পাওয়ার মতই আলোর বদলে তোমাকে বুকে জড়াই ?
চাঁদের মিটি আলোকে যদি মোম গলা প্রদীপের মতো লুকিয়ে রাখো !
যদি আধো আধো ছায়ায় যদি শুধু আমাকেই দ্যাখো ?
তবে বাঁধা ডিঙিয়ে সারা দিবে কি ডাকে !
যে কিনা চোখে, মুখে,বুকে ও কবিতায় শুধু তোমাকেই রাখে , তোমাকেই রাখে .....৷৷