হৃদয় ভাঙার স্তুপ্ গুলো জমে জমে কোথায় যেন একটা বিস্বাদের চর জেগেছে।
তলা শূন্যে ফাঁপা চর।
সেই প্রথম,চরের এক কোণে খুব ঘটা করে কপোত কপোতিরা বিশ্বাসের কুঁড় গেড়ে শক্ত ভাবেই বেড়ে উঠছিলো।
কত নীলাভ স্বপ্ন , মেরুদন্ডহীন কত আশা নিত্যদিন লালন-পালন হতো সেখানে।
হাসির পশড়া, আবেগের আসর, অনুভূতির কফিন উচ্চাকাঙ্ক্ষায় আপ্লুত হয়ে আসমান ছুঁতো রোজ।
খুঁটিহীন খেয়ালে হৃদয় পাচার হতো মিলনে মিলনে।
প্রতিশ্রুতির জোড়ে  নিত্য নতুন মাখামাখি প্রেমে রঙিন হতো ধেয়ে আসা রাক্ষসী অন্ধকার।
পালক নেয়া ভালোবাসা মাথা চাড়া দিয়ে জানান দিচ্ছিলো চল এবার পদার্পন লম্বা একটা একাকীত্বের সভ্যতায় ।
ব্যস্ততার ঢেউয়ে , ভাঙা গড়ার খেলায় অবহেলারা এখন সে চরের স্থায়ী বাসিন্দা।
কে জানে , ব্যস্ততার জোয়ার সে চর তাও গিলে খেয়েছে নাকি  !


১১-০১-১৯
১০-০০ (সকাল)
নারায়নগঞ্জ