জীবন আমার ডেইলি প্যাসেঞ্জার
মৃত্যু পথের যাত্রী হবার
নিরুদ্দেশ হব বন্দি খাঁচার পাখি
হঠাৎ খবর হব মৃত্যু পাড়ি দেবার ।


জীবন আমার সুখ যাযাবর
সুখের তরে শত লোভী অভিসার
নেহাত শূণ্য-জ্ঞানে, বিবেকত্ব ভুলে
নিজেকে দ্বারস্ত করি মহা পাপির দ্বার।


জীবন আমার সকাল সন্ধার রঙধনুর নিশাচর,
আত্মতৃপ্তির খোঁজে ভ্রমণ করছি
এই মিছে মরিচিকার বাজার,
অনৈতিক কর্মকাণ্ডে সুখের তরে
নিজেক ঠেলে দিচ্ছি দুঃখ পাবার।


জীবন আমার দুঃখ সুখের অথৈই পারাবার,
জেনে না-জেনেই অকূল দরিয়ার দিচ্ছি সাতার,
তরি ও তীরের তরে
তোয়াক্কা করিনা বিধির বিধান ভুলে যাবার।


জীবন আমার সবটা ভুলে ভ্রান্ত পথের আধার ,
রোজ সেজদায় নত করেনা, স্বর্গ পাবার,
ক্ষীণ ধরার মোহে পড়ে, মিছে মায়া সঙ্গী করে;
সম্বল গোছায় না, যেতে খোদার রাজ দরবার।


জীবন আমার তৈরি করছে আজব কারিগর
একখান স্বাদের যৌবন দিছে পাগল সাজবার
আচমকা নিরুদ্দেশ হব এই রঙিন পাখি
জীবন যে মৃত্যু পথের ডেইলি প্যাসেঞ্জার।


২৩-০৪-১৭ (নারায়নগঞ্জ)