মনের কি যে তীব্রতা কি যে প্রেম
কি যে ভালবাসা
তুমি যদি বুজতে
যদি কিছুটা জানতে
হে নারী
জেনে যদি ফিরে আসতে
তাহলে ধন্য করে নিয়ে নিজেরে
মেটাতাম সহস্র অপূর্ণ আশা
এই তো অতিশয় আমার উচ্চ আশা
হে নারী
এই তো তোমাকে না বলা আমার ভালবাসা ।


হে নারী হে ভালোবাসা
তুমি যে অনুপম মহাবিকর্ষণ
তুমি এই তরুণের
অগনিত তর্জন গর্জন
তুমি যে চুম্বকিয় ঢাল তরণী
তুমি যে মহা টান যোজন যোজন ।


হে প্রেমময় নারী
তুমি যে বসন্তের ফুল বাগিচা
সুভাষিত শুমিষ্ট ঘ্রাণ
যে ঘ্রাণে পাগল প্রায় উন্মাদ
নগ্ন উদাসী ভ্রমর আমি
নিতে মধু দিতে রাজি জান কুরবান।


হে ভালবাসাময়ী নারী
তোমার যে তুলুনা হয় না
তুমি যে অতুলনীয় মহিসী
কি করে দিবো তোমার
লাবণ্য মাধুর্যের বর্ণনা
কি করে করবো আমই
তোমার মমতার ভূয়সী


হে আকূল করা প্রেমো নারী
তুমি যে কারো দুখ
কারো শতত সুখ
কারো জীবন কারো মরণের কারণ
তুমি কারো অফুটন্ত গোলাপকলি
কারো বা রক্তসিক্ত অশ্রু রোদন
কারো অজস্র বেদনার লুকায়িত ঝুলি ।


তবুও...........
হে নারী তুমি যে মা
তুমি যে জননী
তুমি যে কোটি তরুণ যুবকের কলিজার টুকরো আদুরে বোন
তাই ....
তোমাকে সালাম বিনম্র শ্রদ্ধা
তোমাকে স্যলুট আজীবন ।.