একজন প্রিয়  মানুষকে উত্সর্গ করলাম


তনময়া তুমি
তুমি শুশ্রী
অতি রমণী সুভাষিত, মুগ্ধকর
আমার দু- চোখে ,
অতি মাত্রায় ভালো লাগে
তাই হৃদয়ে স্বযত্নে পোষণ করে
হয়ত ভিষণ ভালবাসি তোমাকে।


আমার কাছে তুমি
নব রূপয়ীত অতিশয় লাবণ্যে ভরা
শ্বরসতী লক্ষী রাণী প্রতিমা,
কিছুতে কাহারো সাথে -তোমার তুলনা হয় না
তুমি অতুলীয় সাত রঙা পরী
কি দিয়ে দিবো তোমার
রূপের উপমা ।


তুমি হাসলে -আমার চোখে
পদ্ম গোলাপ রজনীগন্ধা ফোটার
অমায়িক দৃশ্য টা ভেসে উঠে।
তুমি মৃদু মৃদু হেলে দুলে চললে
আমার মন মাঝে
ধরণীর অগনিত সাত রঙা পুষ্প ফোটে।


তোমার এলোমেলো অগছালো
কালো কেশের চাউনিতে
আমি হর হামেশাই হারিয়ে যাই,
দুঃখ সব ভুলে দিয়ে
পৃথিবীর সুখী মানুষে পরিণত করে রোজ
মন পিঞ্জরে পুষে রাখা
তোমার ভালোবাসাই ।


তুমি যখন একটু সময় দিয়ে
আমার সঙ্গী সাজো
তখন পুরো পৃথিবী তোমার আমার
দুজনার দিকেই বাঁকা নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে,
তখন হৃদয় মাঝে
সহস্র প্রেম সঞ্চারিত  হয়
সকল বাঁকা অক্ষু চক্ষুর তরে
ভালোবাসা আমার প্রতিবাদ জানায়
মন দরিয়ার বাঁকে বাঁকে ।


এত কিছুর পরেও
তোমাকে বলতে পারিনি
হৃদয়ের না বলা কথা
মনে সংশয় জাগে, লাগে ভয়
কখনও কোন কিছুতে পাও যদি
আমার কারণে ব্যথা ।


তাই অপেক্ষায় আছি ঐ দিনটার জন্য
যেদিন আমাকে বুজবে
তোমার প্রেমের বাঁকে আমাকে খুঁজবে
আমার জন্য তোমার হৃদয়ে
প্রেমের স্রোত বইবে
সেদিন বিজয় হবে ভালোবাসার
সেদিন হবো ধন্য
ধন্য হবো
বলতে না পারা ভালোবাসার জন্য।..