পাশবিকতার ভিড়ে -
আমি এক পাষাণ;
হয়ে হুতাশান
অমানবিক করি আচরণ ।


কারো জন্য নেই দয়া "আমার"
নেই করুণা ;
কেন সাহায্যের হাত বাড়াবো ?
আমি কি পদ্মা মেঘনার প্রেম যমুনা?


কার --বস্ত্রহীন ঈদ চোখের
জলে ভিজে ভিজুক ,
কে বা কারা পথের পাড়ে;
ধনীদের ঈদ আনন্দে -
বেদনায় ভাসে ভাসুক।


আর দশজনে যেখানে আসেনা এগিয়ে;
আমি কেন বৃথা প্রাণ "পণ"
সেথা পরবো ঝাঁপিয়ে।


কে অনাহারে থাকে থাক ;
কার নিদ্রাহীন নিশি যায় যাক;
কাকে দরিদ্রতা গ্রাস করে করুক
আমার তাতে কি ?
আমার তাদের তরে কেন কিসের এত পরিত্রাণ ?
আমিত আগেই বলেছি"
আমিত "পাষাণ"
দয়ামায়া নেই আমার
সবার সাথে করি আমি -
অমানবিক আচারণ ॥


এই তো শ্রেষ্ঠ প্রাণী আমি
সবার শ্রেষ্ঠ ইনছান;
কারো কষ্টে দুখে"
কাঁদেনা আমার প্রাণ ।


আমিতো পাশবিক পাষাণ ....