শোন গো মেয়ে অবন্তিকা...
শোন শোন ...
একটু;ঐ মায়াবী দু-চোখ মেলে..
আধার কাটিয়ে আলোতে দাড়িয়ে
এলোমেলো কেশে মুচকি হাসি জড়িয়ে,
"দাড়াইয়ো "আমার মন খারাপের কোন বিষন্নতায়,
তিক্ত কোন বিমূর্ষ গধূলীহীন আবছা আবছা সন্ধায়,
আসিয়ো সামনে গোলাপ নিয়ে
মোর  হৃদয় নামের খোলা দরজায় ।


আমি অত পেতে রবো ;
মোর হৃদয়ে তোমার কড়া নাড়া
ঠকঠক প্রেমো শব্দ মায়ায়,
আমি লুকোচুপি দিবো
হঠাৎ তোমাকে দেখে
এমনো কালো হীন নিশি সন্ধায়।


কারণ "অবন্তিকা" তোমাকে দুখী দেখার ;
এ দু-চোখ খোলা রাখিনি
এ -অধোরায়,
কষ্ট বিলিয়ে সুখ হনন করে
কাঁদাতে পারবোনা আমার অজানায়।


ও আদুরে মেয়ে;
ও তেলকালো মুচকি অপরুপা হাসি বিলাসিতা মেয়ে;
কবে আসবে পুষ্প হস্তে মোর শুষ্ক মন আঙিনায়
কবে হাসি মুখে এসে দাড়াবে
মোর খোলা রাখা প্রতিক্ষিত দরজায়


কারণ
অদেখায় যে ভিষণ ভালবেসেছি তোমায়।